কুমিল্লার নাঙ্গলকোটে করোনা আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়াল। সোমবার উপজেলার আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৫ জন। তাদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এখনো চিকিৎসাধীন ১৪৮ জন।
জানা যায়, গত ১০ মে পর্যন্ত কুমিল্লায় একমাত্র করোনামুক্ত উপজেলা ছিল নাঙ্গলকোট। ১১ মে দুইজন আক্রান্তের মধ্য দিয়ে এখানে করোনার প্রকোপ শুরু হয়। বাড়তে বাড়তে তা তিনশ ছাড়িয়েছে। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এখানে আরও ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৫ জনে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব জানান, নাঙ্গলকোটে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬২০টি। রিপোর্ট এসেছে ১৫৬০টি। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। রিপোর্ট নেগেটিভ ১২৫৫টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৬০টি। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ জন।
বিডি প্রতিদিন/আল আমীন