লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি ও লালমনিরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিরাজুল হকের স্ত্রী সমাজ সেবী নাজনীন হক (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি লালমনিরহাটের আদিতমারীতে তার দাফন সম্পন্ন হবে। এর আগে সোমবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
লালমনিরহাটের আইপিপি ও সাহিত্য ও সামাজিক সংগঠন স্বর্ণামতি নন্দিনীর উপদেষ্টা নাজনীন হক করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জ্বর, সর্দি, গলাব্যাথা দেখা দিলে আদিতমারী স্বাস্থ্য বিভাগ ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে। ৫ দিন পর নাজনীন হকের (৫০) করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপর্টে রাখা হয়ে ছিল। সোমবার রাতে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে নাজনীন হক (৫০) করোনা পজিটিভ শনাক্ত হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ