দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২৩৮ জন। তবে গত ২৪ ঘন্টায় ১৯ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ৯০৬ জন, নারী ২৮৭ জন ও শিশু ৪৫ জন রয়েছে।
এদিকে জেলায় করোনায় আক্রান্ত ১২৩৮ জনের মধ্যে ৭৪৬ জন সুস্থ ও ২৩ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬৯ জন।
এইসব তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘন্টায় ১৮ আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে চারজন, বিরামপুরে ছয়জন, হাকিমপুরে ছয়জন ও পার্বতীপুরে দুইজন করোনায় শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন