করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ফের গোটা ওমানজুড়ে আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।
গত কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাস করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর দেশটির সুপ্রিম কমিটি পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে গঠিত সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলাকালে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাব্লিক প্লেসসহ সকল দোকানপাট বন্ধ থাকবে এবং আর্মি পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহল জোরদার করা হবে।
কিছুক্ষণ আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের ব্যক্তিগত ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে জানান, সুপ্রিম কমিটি সকল প্রকারের জমায়েত-বিশেষ করে পবিত্র ঈদুল আযহার নামাজ, ঐতিহ্যবাহী বাজার, শুভেচ্ছা সমাবেশ এবং ভোজের জমায়েতকে অব্যাহতভাবে প্রতিরোধ করবে। কোন রকম আইন অমান্যের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
একান্ত আলাপচারিতায় কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জানিয়েছেন, দ্বিতীয় দফায় পুরোপুরি লকডাউনের কারণে বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীসহ সাধারণ প্রবাসীরা পরবেন খাদ্য সংকটসহ নানা রকম বিড়ম্বনায়।
ওমানের বৃহত্তর সামজিক সংগঠন চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াছিন চৌধুরী লকডাউনে কিছুটা সমস্যা হলেও ওমানের আইন মেনে ঘরে অবস্থান করে করোনা সংক্রমণ ছড়ানো রোধে লকডাউন মেনে ওমান সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরাফাত