গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
মঙ্গলবার সদর দক্ষিণে এক জনসহ করোনায় মোট মারা গেছে ১৩০ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১০৫ জন। এনিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮৫ জন।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, কুমিল্লা জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৬৭২ জনের।
করোনায় আক্রান্ত হয়েছেন, কুমিল্লা নগরীতে ২০ জন, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি, সদর দক্ষিণ ও আদর্শ সদরে এক জন করে, বরুড়ায় তিন জন, লাকসাম দুই জন, বুড়িচং ও চৌদ্দগ্রামে চার জন করে, দেবিদ্বারে নয় জন।
মঙ্গলবার সুস্থ হয়েছেন চৌদ্দগ্রামে ৮০ জন, দেবিদ্বারে আট জন, বরুড়া নয় জন, সদর দক্ষিণে চার জন ও বুড়িচংয়ে চার জন। এদিকে এখন থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার জন্য কন্ট্রোলরুমের এই (০১৩১০০২৬৬৯৪) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য বলেছেন জেলা সিভিল সার্জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন