বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামে করোনা আক্রান্ত হয়ে কালিপদ দাস (৯৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে ২২ জুলাই পজেটিভ রিপোর্ট আসে। এরপর তিনি নিজ বাড়িকে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে করোনা স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়েছে। কালিপদ দাসের মৃত্যুর মধ্যদিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১২ জনের মৃত্যু হলো।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭৪ জনে। সুস্থ হয়েছেন ৪১৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে বাগেরহাট সদর উপজেলায় ১ জন ও ফকিরহাট উপজেলায় ১ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭৪ জনে।
আক্রান্তদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪১৪ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন করোনা আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত