দিনাজপুরে গত ২৪ ঘন্টায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারসহ ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজন মৃতের করোনা পজিটিভসহ এ পর্যন্ত জেলায় মৃত্যু হলো ৩৫ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫৯১ জন। তবে গত ২৪ ঘন্টায় ২৫ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ৯৮০ জন।
আক্রান্ত ৫৮ জনের মধ্যে দিনাজপুর সদরে ৩৫ জন, বীরগঞ্জে দুইজন, ফুলবাড়ীতে চারজন, বিরামপুর ১২ (মৃত একজনসহ), চিরিরবন্দরে দুইজন, পার্বতীপুরে একজন, বিরলে একজন ও কাহারোলে একজন করোনা রোগী।
এসব তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুহতারিমা নূর-ই-হাসীন সিফাত জানান, বুধবার সন্ধ্যায় করোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিরামপুরে ১১ জনের করোনা শনাক্ত হয়। গত সোমবার রাত থেকে শরীরে জ্বর অনুভব হলে সন্দেহবশত ইউএনও করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবগত করেন। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন