মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে কোভিড-১৯-এ একদিনে ২১৬ জনের মৃত্যু হয়েছে - যা এক নতুন রেকর্ড। কিন্তু এ রাজ্যের উপকূলের দিকে ‘ইসাইয়াস’ নামে একটি সামুদ্রিক ঝড় এগিয়ে আসতে থাকায় সেখানকার করোনাভাইরাস টেস্টিং সেন্টারগুলো বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, টেস্টিং সেন্টারের জন্য স্থাপিত তাঁবুগুলো ঝোড়ো বাতাসের মুখে টিকে থাকতে পারবে না। তাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত গুলো বন্ধ থাকবে।
ফ্লোরিডা হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচাইতে গুরুতরভাবে সংক্রমিত রাজ্যগুলোর একটি। এখানে কোভিড-১৯এ প্রায় ৬,৩০০ লোকের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে সাড়ে চার লক্ষের্ও বেশি লোক।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে দেড় লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে।-বিবিসি
বিডি প্রতিদিন/আরাফাত