গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।
তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার সুদেস কুমার মজুমদারের ছেলে নারায়ণ মজুমদার (৭০) ও চাঁদপুরের মতিনবাগ এলাকার যোগেশ বণিকের ছেলে অরুণ বণিক (৫৫)। বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি আছেন ১১৪ জন। এদের মাঝে ৫৩ জন করোনা পজিটিভ এবং ৬১ জন করোনা উপসর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন