দিনাজপুরে গত ২৪ ঘন্টায় মৃত একজনেরসহ ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৬৩৭ জন হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ৬৬ জন সুস্থ্যসহ জেলায় সুস্থ হলেন ১০৪৬ জন।
আক্রান্ত ৪৬ জনের মধ্যে দিনাজপুর সদরে ২২ জন, বিরলে একজন, বোচাগঞ্জে চারজন, কাহারোলে একজন, পার্বতীপুরে দুইজন, ফুলবাড়ীতে ছয়জন, বিরামপুরে দুইজন, নবাবগঞ্জে পাঁচজন, চিরিরবন্দরে একজন, বীরগঞ্জে একজন ও ঘোড়াঘাটে একজন।
এসব তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রাপ্ত তথ্য মতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৯৫ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৪৬ জনের করোনা পজিটিভ, আর ৫টি ফলোআপ পজিটিভ আর বাকি ১৪৪টি নেগেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/আল আমীন