ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে (কোভিড১৯) আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪৯ জনে।
শুক্রবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন- সদর উপজেলায় ৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪ জন, পীরগঞ্জ উপজেলায় ১ জন, রাণীশংকৈল উপজেলায় ১ জন এবং হরিপুরউপজেলায় ১ জন।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
পূর্বের রিপোর্টসহ জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮১ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ