২ আগস্ট, ২০২০ ১৫:৫৭

স্বাস্থ্য অধিদফতরের চালু করা হটলাইনে ৫০ হাজারের নিচে নেমেছে কলের সংখ্যা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের চালু করা হটলাইনে ৫০ হাজারের নিচে নেমেছে কলের সংখ্যা

করোনাভাইরাস সংক্রমণের পর স্বাস্থ্য অধিদফতরের চালু করা হটলাইনে প্রতিনিয়ত কমছে চিকিৎসাসেবা চেয়ে ফোনগ্রহণের সংখ্যা। এবার একদিনে সেটা ৫০ হাজারের নিচে চলে এসেছে।

আজ রবিবার দুপুরে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৯ হাজার ৮৪০টি। এর মধ্যে স্বাস্থ্য বাতায়নে গ্রহণ করা হয়েছে সাত হাজার ৪৩২টি, ৩৩৩ হটলাইনে গ্রহণ করা হয়েছে ৪২ হাজার ১৩৩টি এবং আইইডিসিআরের হটলাইনে গ্রহণ করা হয়েছে ২৭৮টি কল।

গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ৪৩২ জন এবং এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ৫৪ হাজার ১৯৯ জন।

দেশে করোনা সংক্রমলণ শুরু হওয়ার অল্প কয়েক দিনের মধ্যে এসব হটলাইন নম্বরে ফোনকল প্রতিদিন এক লাখের উপরে চলে যায়। এরপর তা বাড়তে বাড়তে দুই লাখের উপরে চলে যায় প্রতিদিন গ্রহণ করা ফোনকলের সংখ্যা।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর