শিরোনাম
১৫ আগস্ট, ২০২০ ০০:৪৫

করোনাভাইরাস: আরও টিকা কিনতে চুক্তি করেছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: আরও টিকা কিনতে চুক্তি করেছে যুক্তরাজ্য

ফাইল ছবি

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে জানা গেল, যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন ও নোভাভাক্স ইনকরপোরেশনের কাছ থেকে করোনার সম্ভাব্য টিকা কিনবে যুক্তরাজ্য।

শুক্রবার প্রতিষ্ঠান দুটি এ তথ্য জানিয়েছে। করোনার টিকা কিনতে যুক্তরাজ্য এই নিয়ে ছয়টি চুক্তি করলো।

জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তাদের জানসিন ফার্মাসিউটিকা যুক্তরাজ্য সরকারকে Ad26.COV2.S নামে পরিচিত করোনার টিকার তিন কোটি ডোজ সরবরাহ করবে। মহামারিকালে মুনাফাবিহীন এই টিকার ডোজ সরবরাহ করা হবে। এর বাইরে যুক্তরাজ্য চাইলে আরও দুই কোটি ২০ লাখ ডোজ টিকা কিনতে পারবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পৃথক বিবৃতিতে নোভাভাক্স জানিয়েছে, যুক্তরাজ্য তাদের কাছ থেকে করোনার সম্ভাব্য টিকার ৬ কোটি ডোজ কিনবে। তাদের টিকাটি এখন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর