২১ সেপ্টেম্বর, ২০২০ ০৮:২৭

১০ দিনে করোনা জয় ১০৬ বছরের বৃদ্ধার!

অনলাইন ডেস্ক

১০ দিনে করোনা জয় ১০৬ বছরের বৃদ্ধার!

মাত্র ১০ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ভারতের মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা। রবিবার (২০ সেপ্টেম্বর) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এসময় ক্লিনিকের নার্স-ডাক্তাররা তাকে বিদায় সংবর্ধনা দেন। খবর এনডিটিভি'র।

মহারাষ্ট্রের ঠাণের ডম্বিভেলির শতবর্ষ পেরনো ওই বৃদ্ধার পুত্রবধূ বলেন, করোনা সংক্রমণ ধরা পড়ার পর বয়সের কারণে তাকে কোনো হাসপাতাল ভর্তিই নিতে চাইছিল না। শেষ পর্যন্ত ১০ দিন আগে সাভলারাম ক্রীড়া সংকুলে (স্পোর্টস কমপ্লেক্স) কল্যাণ ডম্বিভেলি পৌরসভা স্থাপিত করোনা চিকিৎসা কেন্দ্রে ভর্তি হতে পারেন তিনি। সেখানকার ডাক্তার, নার্সদের সেবা-যত্নে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

চিকিৎসাকেন্দ্র পরিচালনা করা ওয়ান রুপি ক্লিনিকের (১ টাকার ক্লিনিক) ব্যবস্থাপনা পরিচালক ডা. রাহুল গুলে বৃদ্ধার দারুণ সেবা-যত্ন করায় তার টিমের প্রশংসা করে বলেন, আমাদের দেখে খুব ভাল লাগছে যে, উনি চিকিৎসায় সফলভাবে সাড়া দিয়েছেন। গত ২৭ জুলাই চালু হওয়া হাসপাতালে এখনও পর্যন্ত ১১০০ করোনা রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর