নন্দিত কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত হয়েছেন। আরেক কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নকীব খান। পরে তার করোনা টেস্ট করা হয়। বৃহস্পতিবার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।’
কুমার বিশ্বজিৎ বলেন, বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। রয়েছেন আইসোলেশনে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
নকীব খান ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি একজন সুরকার, গীতিকার ও গায়ক হিসেবেও পরিচিত তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ইত্যাদি গানগুলো।
বিডি প্রতিদিন/আরাফাত