শরীয়তপুরে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৪ জন। এছাড়া করোনায় মোট প্রাণহানী হয়েছে ২৩ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ মুরাদ।
তিনি বলেন, করোনায় সুস্থতার হারও বেশ ভালো। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০২ জন।
জেলায় করোনা ভ্যাকসিন সংরক্ষণের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, করোনা মোকাবিলায় জেলায় যারা ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন, তাদের প্রথমে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এর মধ্যে শরীয়তপুরের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পৌরসভা কর্মচারী-কর্মকর্তা ও জেলা প্রশাসকের কর্মচারী-কর্মকর্তাদের মাঝে প্রথমে করোনার ভ্যাকসিন বিতরণ ও প্রয়োগ হবে। এরপরে পর্যায়ক্রমে জেলার সর্বস্তরের মানুষের মাঝে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানান ডা. আব্দুল্লাহ মুরাদ।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে জেলার ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে। ভ্যাকসিন সংরক্ষণ ও পরিচালনা ও পরিচর্যার জন্য জনবল প্রস্তুত রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই