২০ জানুয়ারি, ২০২১ ০৯:৩২

ইতালিতে করোনার টিকা নিলেন ১০৮ বছরের বৃদ্ধা

অনলাইন ডেস্ক

ইতালিতে করোনার টিকা নিলেন ১০৮ বছরের বৃদ্ধা

ইতালিতে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১০৮ বছর বয়সী ফাতিমা নাগরিনি। সোমবার টিকা গ্রহণ করেছেন তিনি। কয়েক মাস আগেই তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে জানানো হয় বৃদ্ধাশ্রম থেকে।

আগামী জুনের ৩ তারিখে ১০৯ বছরে পা রাখবেন ফাতিমা নাগরিনি। মাত্তিও তেসারোলো নামে এক মুখপাত্র জানিয়েছেন, তিনি মিলানে আন্নি আজুরি সান ফস্তিনো কেয়ার হোমের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে সোমবার টিকা গ্রহণ করেছেন।

গত ২৭ ডিসেম্বর থেকে ইতালিতে প্রথমবারের মতো টিকার কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যেই দেশটিতে ১০ লাখ ১৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯০ হাজার ১০১। এর মধ্যে মারা গেছে ৮২ হাজার ৫৫৪ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৭ লাখ ৬০ হাজার ৪৮৯ জন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

সর্বশেষ খবর