মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে দুই দেশের গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০ লাখ ডোজ করোনা টিকা উপহার পাঠিয়েছে ভারত। এয়ার ইন্ডিয়ারে কার্গো বিমানে আজ বৃহস্পতিবার এ টিকার চালান বাংলাদেশে পৌঁছে।
বাংলাদেশে টিকা পৌঁছার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড এস জয়শঙ্কর টুইটারে লিখেছেন, টিকা ঢাকায় পৌঁছেছে। ভ্যাকসিন মৈত্রী বাংলাদেশ-ভারত সম্পর্কের সর্বোচ্চ অগ্রাধিকার পুনরায় প্রমাণ করলো।
এছাড়া ভারত থেকে বেসরকারি উদ্যোগেও টিকা আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা প্রদান শুরু হতে পারে।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলায় যেমন সফল হয়েছে তেমনি টিকা প্রয়োগেও সফল হবে।
বিডি প্রতিদিন/ফারজানা