২২ জানুয়ারি, ২০২১ ১১:৪৭

ভারতে নতুন করে সাড়ে ১৪ হাজার করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতে নতুন করে সাড়ে ১৪ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে হাজারখানেক কম। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ২৫ হাজার ৪২৮ জন।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আপাতত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে রোগমুক্ত হয়েছেন ১৮ হাজার ২ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। আগের দিনের তুলনায় সুস্থতার সংখ্যাটা খানিকটা কম হলেও এই সংখ্যাটা স্বস্তি দিচ্ছে।

ফলে মোট অ্যাকটিভ কেস অনেকটা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৮৮ জনে। এখন পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৩ হাজার ১০৮ জন।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর