ইউক্রেনে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন রোগী এবং একজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়ে জাপোরিঝঝিয়ার মেয়র ওলেক্সান্দের স্টারুখ বলেন, হাসপাতালের প্রথম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ভেন্টিলেটরে থাকা রোগী ছিলেন। অগ্নিকাণ্ডের পর আটজন রোগীকে উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ওলেক্সান্দের স্টারুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ