রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ দিয়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে ইরান। টিকাদান কার্যক্রম শুরু উপলক্ষে এক অনুষ্ঠানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকির ছেলে পার্সা নামাকি প্রথম টিকা নেন। টিকা নিয়ে জনসাধারণের মধ্যে বিশ্বাস বাড়াতে প্রথম টিকা নিয়েছেন বলে মন্ত্রীপুত্র জানান।
করোনা মহামারি মোকাবিলায় কাজ করা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা প্রথমে এই টিকা পাচ্ছেন বলে জানা যায়। ৮০ মিলিয়ন মানুষের দেশ ইরান গত সপ্তাহে প্রথম চালানে রাশিয়া থেকে ১০ হাজার ডোজ টিকা গ্রহণ করেছে। স্পুটনিক ভি টিকার মোট পাঁচ মিলিয়ন ডোজ পাওয়ার কথা রয়েছে দেশটির। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, বয়স্ক ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যাচ্ছে, দেশটিতে ১৫ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৫৩৬ জন মারা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার