করোনাভাইরাসের উৎস খুঁজতে চীনে গিয়েও কোন নির্ভরযোগ্য তথ্য পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দল। করোনা মহামারীতে পৃথিবীতে মৃতের মিছিল নেমে আসলেও এ ভাইরাসটির মূল তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিল চীন।
চীনে ভাইরাস নিয়ে তদন্তে যাওয়া এই বিশেষজ্ঞ আরও বলেন, 'কোন প্রাদুর্ভাবের তদন্তে এটি আদর্শ একটি চর্চা। মূল তথ্য পাওয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ ১৭৪ জনের মধ্যে মাত্র অর্ধেকের সংক্রমণ হয় হুয়ানান বাজারের মাধ্যমে। উহানের বাজারেই করোনা প্রথম শনাক্ত হয়েছিল'।
২০১৯-এ ডিসেম্বরে চীনের উহুান থেকে করোনার ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এই ভাইরাসের উৎস বের করতে সম্প্রতি উহুানে তদন্তে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল। কোভিডের সংক্রমণের মূল তথ্য চেয়ে আবেদন করেছিল ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা। কিন্তু তথ্যের বদলে চীন তাদের শুধু সারমর্ম দিয়েছে বলে জানান সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডমিনিক ডিওয়ের।
বিডি প্রতিদিন / অন্তরা কবির