প্রতিদিনই করোনাভাইরাসে বাড়ছে মৃতের মিছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় ঝরে পড়ল প্রায় সাড়ে ১১ হাজার তাজা প্রাণ। আক্রান্ত হয়েছে ১১ কোটি সাড়ে ৮ লাখ মানুষ। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছেন প্রায় ৪ লাখ। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২৪ লাখ ৫৩ হাজার।
পোল্যান্ড, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি ও রাশিয়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় পাঁচ শতাধিক। ভারতে মহামারির বছরজুড়ে প্রাণহানি ১ লাখ ৫৬ হাজারের বেশি। আমেরিকা-ইউরোপের পর মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে আফ্রিকায়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) করোনায় সর্বোচ্চ সংখ্যক প্রায় ২৭শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ সাড়ে ৫ হাজার। ২৪ ঘন্টায় ১৪শ’র বেশি মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ২ লাখ ৪৪ হাজারের মতো। মেক্সিকোতেও মোট প্রাণহানি ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির