ইরানের কাস্টমস বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি বলেছেন, ইরান ও ইরাকের চারটি যৌথ সীমান্ত দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে মেহরান সীমান্ত দিয়েও যাত্রী পারাপার বন্ধ হয়ে যাবে।
ইরাকে করোনাভাইরাসের ব্রিটিশ স্ট্রেইন ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত কেবল যাত্রী পারাপারের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানান লাতিফি।
কাস্টমস প্রধান আরও বলেন, আমরা এতোমধ্যে চাজাবা, শালামচে, তামারচিন ও কিলে সীমান্ত দিয়ে যাত্রী পারাপার বন্ধ রেখেছি। এর মধ্যে পশ্চিম আজারবাইজান প্রদেশের তামারচিন ও কিলে সীমান্ত দিয়ে যাত্রী পারাপার গতকাল থেকেই বন্ধ রয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত এক বছরে শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য ও চাকরি সংক্রান্ত বিষয় ছাড়া কোনো ভিসা অনুমোদন করা হয়নি। এখন থেকে এ ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হবে।
ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ইরাকে করোনাভাইরাসের ব্রিটিশ স্ট্রেইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতোমধ্যে ব্রিটিশ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন কয়েকজন ইরানি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন