২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩১

কয়েক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে কোভিড ট্রাভেল পাস

অনলাইন ডেস্ক

কয়েক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে কোভিড ট্রাভেল পাস

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই তারা ডিজিটাল কভিড ট্রাভেল পাস চালু করতে পারবে। এ পাসটি হচ্ছে একটি অ্যাপ যা কোনো দেশে প্রবেশের ক্ষেত্রে যাত্রীর করোনা টেস্ট করা আছে কী না কিংবা ভ্যাকসিন নিয়েছেন কী না তা নিরীক্ষা করবে।

গতকাল বুধবার বিবিসির অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়েছে। করোনা টিকা কিংবা ভ্যাকসিন অনুমোদিত কর্তৃপক্ষ দিয়েছে কী না তাও যাছাই করবে এ অ্যাপ।   

কোভিড-১৯ মহামারির কারণে অনেক দেশ এখন ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধিনিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে বিপর্যয়ের মুখে পড়েছে সারা বিশ্বের এয়ারলাইন শিল্প। সেটি কাটিয়ে উঠতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে আইএটিএ।  

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর