৩ মার্চ, ২০২১ ০৬:১৪

মডার্নায় অংশীদারিত্ব বিক্রি করে দিল অ্যাস্ট্রাজেনেকা

অনলাইন ডেস্ক

মডার্নায় অংশীদারিত্ব বিক্রি করে দিল অ্যাস্ট্রাজেনেকা

ফাইল ছবি

টিকা উৎপাদক মডার্না ইঙ্কে থাকা নিজেদের ৭.৭ শতাংশ শেয়ার বিক্রি করেছে ব্রিটিশ সুইস মালিকানার ওষুধ উৎপাদক অ্যাস্ট্রাজেনেকা পিএলসি। ১০০ কোটি ডলারের বেশি অর্থে অ্যাস্ট্রাজেনেকা পিএলসি মডার্নায় নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে দেয়।

মার্কিন জৈবপ্রযুক্তি ভিত্তিক কোম্পানি মডার্না ইঙ্ক টিকা আবিস্কারের সফলতার কথা জানালে পুঁজিবাজারে তাদের শেয়ার দর ব্যাপক স্ফীতি অর্জন করে। তখন অ্যাস্ট্রাজেনেকা সেখানে তাদের অংশীদারিত্ব বিক্রি করে দেয়। তবে ঠিক কোন সময়ে শেয়ার বিক্রি করা হয়েছে তা নিশ্চিত জানা যায়নি। 

নানান রোগের ওষুধ ও প্রতিষেধক আবিষ্কারে মডার্নার সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখেছে অ্যাস্ট্রাজেনেকা। শেষোক্ত কোম্পানিটি চলমান বিশ্বমারি প্রাদুর্ভাবের পর্যায়ে নেমে এলে তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আবিষ্কৃত তাদের কোভিড-১৯ টিকা বাণিজ্যিকভাবে বেসরকারি পর্যায়ে বিক্রি শুরু করতে পারে।  


 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

সর্বশেষ খবর