৩ মার্চ, ২০২১ ১৩:৩৪

ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল দেড় হাজারের বেশি মানুষ

অনলাইন ডেস্ক

ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল দেড় হাজারের বেশি মানুষ

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একদিনেই দেশটিতে ১ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ২ লাখ ৫৭ হাজার ৩৬১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

অন্যদিকে, দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জন। আর ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ২৭ হাজার ১৭৩ জন করোনা আক্রান্ত মানুষ। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে ব্রাজিল। চলতি বছরের শেষ নাগাদ পুরো দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর