৭ মার্চ, ২০২১ ১৪:২৬

বিশ্বে করোনায় সুস্থতার হার ৯৭ শতাংশ, মৃত্যুর হার ৩ শতাংশ

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় সুস্থতার হার ৯৭ শতাংশ, মৃত্যুর হার ৩ শতাংশ

সারাবিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার তিন শতাংশ। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু প্রায় ২৬ লাখ। সুস্থ হয়েছে ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার সাতশ ৮৫ জন।

বর্তমানে শনাক্ত হয়েছে ১১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৮০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ২৫ লাখ ৯৯ হাজার একশ ৯৮ জন। আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮২৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের দেশের তালিকায় সর্বপ্রথম স্থানে যুক্তরাষ্ট্র আছে। এরপর যথাক্রমে ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি রয়েছে।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর