করোনাভাইরাসের টিকা নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি নগরীর ইমামদের উপস্থিতিতে এই টিকা নেন।
এ সময় তিনি বলেন, প্রথম ধাপে নগরীর ২০ হাজার মানুষকে টিকা দানের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে ২৫ হাজার মানুষ টিকা নিয়েছে। নগরবাসীর টিকা নিশ্চিত করার পর তিনি নিজেও আজ টিকা নিয়েছেন। সুস্থ থাকতে সকল নগরবাসীকে টিকা নেয়ার জন্য আহ্বান জানান মেয়র।
মেয়রের টিকা নেওয়ার সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, আজ দুপুরে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার করোনার টিকা নিয়েছেন। এসময় তার সহধর্মীনি বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর