ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো লকডাউনবিরোধী। কোভিড-১৯ রোধে ঘরে থাকা ও মাস্ক পরার নিয়মের বিরুদ্ধে তিনি। তিনি সবকিছু খোলা রেখে অর্থনীতি সচল রাখার পক্ষে। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রিও ডি জেনিরোতে স্থানীয় সময় শনিবার থেকে সমুদ্রসৈকত বন্ধ করে দিয়েছেন সেখানকার মেয়র।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। সমুদ্রসৈকত বন্ধের সিদ্ধান্তকে ভণ্ডামি উল্লেখ করে তিনি বলেছেন, ‘সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়ার কারণে মানুষ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। তাদের শরীরে ভিটামিন ডির অভাব দেখা দিতে পারে।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ এর কারণে গুরুতর অসুস্থতা প্রতিরোধ করে ভিটামিন ডি। আপনারা কোথায় ভিটামিন ডি পাবেন? সূর্য থেকে।’
সাগরসৈকতে ভিড় থাকায় শহরে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সংক্রমণ রোধে মেয়র এলাকাবাসীকে ঘরে থাকতে আহ্বান জানিয়ে ওই পদক্ষেপ নিয়েছিলেন।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
  
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    .jpg) 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        