কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু করোনায় আক্রান্ত হয়েছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষায় সোমবার তার করোনা পজিটিভ ফলাফল আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শহরের খড়মপট্টিস্থ বেগম রোকেয়া সড়কের নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভাতিজা।
বিডি প্রতিদিন/আল আমীন