মহামারি করোনার প্রকৃত উৎপত্তিস্থল নির্ধারণে আরও বিশদ গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার তত্ত্ব ন্যূনতম সম্ভাব্য পর্যায়ের একটি। তবে একে নাকচ করতে হলে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।’
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের শেষদিকে প্রথম এই করোনাভাইরাস ধরা পড়ে। চীন সরকার বরাবরই গবেষণাগার থেকে ছড়ানোর তত্ত্ব নাকচ করে আসছে।
এদিকে, ভাইরাসের উৎপত্তি অনুসন্ধানে আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ দল এ বছরের জানুয়ারিতে উহান সফর করেছে। চীনের সরকারি কর্মকর্তাদের দেওয়া নমুনার ওপর নির্ভরশীল তাঁরা।
ডব্লিউএইচওর গবেষক দলের প্রধান পিটার বেন এমবারেক বলেছেন, তাঁরা উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ পাননি। ‘চীনের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক পক্ষ থেকে আমাদের ওপর রাজনৈতিক চাপ ছিল। কিন্তু চূড়ান্ত প্রতিবেদন লেখার পর, তা থেকে কিছু বাদ দেওয়ার মতো কোনো চাপ ছিল না।’
এ পর্যন্ত বিশ্বে ১২ কোটি ৭০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৭ লাখের বেশি মানুষ। সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/আবু জাফর