যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকার ফুল ডোজ গ্রহণকারীরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসির নতুন গাইডলাইনে জানানো হয়েছে।
শুক্রবার সংস্থাটির পরিচালক রচেল ওয়েলেনস্কি জানিয়েছেন, টিকা গ্রহণকারীরা কম ঝুঁকিতে ভ্রমণ করতে পারবেন। তবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই সময়ে ভ্রমণে নিরুৎসাহিত করেছেন তিনি।
এছাড়া টিকাগ্রহণকারীদের ভ্রমণের আগে ও পরে কোভিড টেস্ট করার প্রয়োজন হবে না, সেলফ কোয়ারেন্টাইনে না গেলেও চলবে। তবে টিকার ফুল ডোজ নিলেও মাস্ক পরেই যাতায়াত করতে হবে যুক্তরাষ্ট্রবাসীদের।
এর আগে সিডিসির কাছে করোনাটিকা গ্রহণকারীদের বিষয়ে নতুন গাইডলাইন দিতে সংস্থাটির প্রতি আহ্বান জানায় আমেরিকান এয়ারলাইন্স, ডেলটা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সসহ বেশকয়েকটি বাণিজ্যিক গ্রুপ।
বিডি প্রতিদিন/কালাম