করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও বাড়তি সতর্কতা হিসেবে অফিসে খাবার না খাওয়ার জন্যও কর্মীদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে ৭ দিনের জন্য লকডাউন। প্রথম দিনেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা গেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের। আর এদিন কাজ করছে অর্ধেক জনবল।
কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত নির্দেশনার পাশাপাশি বাড়তি সতর্কতাও মানা হচ্ছে। এক্ষেত্রে মোট কর্মী দুই ভাগে ভাগ হয়ে একদিন পরপর অফিসে এসে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বলা হয়েছে। এছাড়া অফিসের গাড়িতে যাওয়া-আসা এবং দুপুরের খাবার অফিসে গ্রহণ না করার জন্যও উৎসাহিত করা হয়েছে। সার্বক্ষণিক মাস্ক পরার বিষয়টিও নিশ্চিত করার জন্য নির্দেশনা রয়েছে।
লকডাউনের প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম বিকেল ৩টার পর অফিস করেছেন। নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সকালে এসেছিলেন। আর জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অফিস করেননি। অফিসে আসেননি নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারও।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ