মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে টিকাকরণ চলছে। মহামারী করোনার এই দু:সময়ে এ নিয়ে সন্তুষ্ট প্রশাসন। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন অতিসংক্রামক স্ট্রেনের ধাক্কায় ফের সংক্রমণ ঢেউ আছড়ে পড়তে পারে মার্কিন মুলুকে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটা বড় অংশ এখনও টিকা পায়নি। তাদের বেশির ভাগই অল্পবয়সী। তারাই নতুন স্ট্রেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কয়েক মাস আগেও প্রতিদিনই সংক্রমণ বা মৃত্যুতে রেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এক বছরে ৩ কোটি ১ লক্ষ সংক্রমিত এ যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার মানুষের।
বিশেষজ্ঞের বলছেন, টিকাকরণ হয়েছে মূলত বয়স্কদের। তরুণ প্রজন্মের বেশির ভাগই প্রতিষেধক পাননি। ফলে নতুন যে সংক্রমণ ঢেউ আছড়ে পড়বে, তাতে আক্রান্ত হবেন কমবয়সীরা। নতুন স্ট্রেনের ধাক্কায় অতিমারি ক্রমাগত রূপ বদলাচ্ছে। ফলে কম বয়সের জোরে কতটা তারা বিপদ এড়াতে পারবেন, সন্দেহ আছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক