বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আফসার আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের বাসিন্দা আফসার আলী সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
এদিকে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪০১ নমুনার ফলাফলে নতুন করে ৮৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৯৪শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬ জন।
নতুন আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৮৩ জন সদরের, আদমদিঘীর ৩জন এবং বাকি দুইজন দুপচাঁচিয়া ও শেরপুরের বাসিন্দা। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৪ এবং ৫ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৮৮টি নমুনায় ৮৬জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৩ নমুনায় ২ জনের পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৫৮৭জন। সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৫ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৬২ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন