করোনা সংক্রামনের হটস্পট বাগেরহাট শহরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মাত্র ১৬ দিনে বাগেরহাট জেলায় করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৫৯ জনই হচ্ছেন বাগেরহাট শহরের বাসিন্ধা। এরমধ্যে শুক্রবার ভোরে আকরাম হোসেন (৭১) নামে এক আইনজীবী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়েছে। অন্য ৫৮ জন হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫ জনই বাগেরহাট পৌরসভার বাসিন্দা। অন্য দুইজন মোল্লাহাট উপজেলার।
বিডি প্রতিদিন/আল আমীন