নেত্রকোনা ৩ আসনের (কেন্দুয়া-আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ তার স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল ফেসবুক বিষয়টি জানান।
অসীম কুমার উকিল নেত্রকোনায় প্রথম করোনার টিকা গ্রহণ করেছিলেন। গত ৭ ফেব্রুয়ারি তিনি টিকা গ্রহণ করেন। এর প্রায় দু'মাস পর তিনি করোনায় আক্রান্ত হলেন।
এ প্রসঙ্গে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে অসীম কুমার উকিল বলেন, কাল থেকে হালকা জ্বর ছিল। আজ সকাল ১১টায় আমরা দু'জন (স্ত্রী) নমূনা দেই। রির্পোটে আমার পজিটিভ আসে। দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল