গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট টিকা নিয়েছেন ১৬ হাজার ১৮১ জন। দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৩৯ জনের শরীরে। যদিও শেষ ২৪ ঘণ্টায় এদের মধ্যে কারো শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জ্বর, টিকা দেওয়ার স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা যায়নি।
এদিকে, টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৬০ হাজার ৬২৫ জন। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১৬ হাজার ১৮১ জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৬১০ জন এবং নারী ৬ হাজার ৫৭১ জন।
বিডি-প্রতিদিন/শফিক