করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। সোমবার রাতে তার করোনার রির্পোট পজিটিভ আসে।
করোনার ১ম ঢেউয়ের একটানা ৬৫ দিন পর্যন্ত কাহালু উপজেলাকে করোনা মুক্ত রেখেছিলেন। আবার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাহালু উপজেলার এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে গিয়ে জনগণকে শতভাগ মাস্ক ব্যবহারের জন্য ব্যাপক প্রচারনা, বিনামূল্যে মাস্ক বিতরণ সহ ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রখেছেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সরকরি নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখায় ১৭টি দোকানদারের ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার ১’শ টাকা জরিমানা করেছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল