নারায়ণগঞ্জে সর্বশেষ জানানো ২৪ ঘণ্টায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৭৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও তিনজনের। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ১৭৪ জন।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, ২৪ ঘণ্টায় জেলায় ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫২ বছরের এক নারী, সিটি করপোরেশন এলাকায় ৭৫ বছরের এক বৃদ্ধ এবং সোনারগাঁয়ে ৪০ বছরের এক পুরুষের মৃত্যু হয়েছে।
একই সময়ে সুস্থ হয়েছেন ১৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৯২ জন। জেলায় এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৫৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ