চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়ে ৪০০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্যা পাওয়া গেছে।
জানা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭৩ জন এবং উপজেলায় ৪১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৪২ হাজার ৭১৫ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর