কুমিল্লার লাকসামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এ উপজেলায় আজ বুধবার নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখানে সংখ্যা বেড়ে ৫৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। আর সুস্থ হয়েছেন ৫০৪ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় বুধবার ১৪টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৫ জন পজিটিভ ও বাকী ৯টি রিপোর্ট নেগেটিভ। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২ হাজার ৮৩৫টি। তাদের মধ্যে ২ হাজার ৭৮৮টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২২০৯টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৪৭টি নমুনার রিপোর্ট।
করোনার প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৫ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৪ জন। অন্য ৭০ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎপর বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর