গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় ৮৬০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এই পর্যন্ত করোনা রোগী ৮০৩ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ৪৯৯৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তি, ডাক্তার, শিশু ও সাংবাদিকসহ করোনা পজেটিভ হয়েছে ৮৬০ জন রোগী। তবে উপজেলার ৮০৩জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। অন্যরা নিজ বাড়ি চিকিৎসাধীন আছেন। এর মধ্যে মারা গেছেন কাউন্সিলরসহ ১১ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিড কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭জনের করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে সনাক্ত হয়েছে ৮৬০ জন এবং ৮০৩জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার