ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসধীন অবস্থায় দরবার আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুন্ডু পঞ্চগ্রামে তাকে দাফন করা হয়। নিহত দরবার আলী ওই উপজেলার ফুলহরি গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, দরবার আলী অসুস্থ হয়ে গত ৩ এপ্রিল বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। তার করোনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৭ এপ্রিল) রাতে সদর হাসপাতালে তিনি মারা যান।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৬৮ জনের লাশ দাফন সম্পন্ন করলো বলে জানান ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ