মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ দ্বিতীয় ডোজ টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শিক্ষক জহর তরফদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমূখ।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, ‘আমরা প্রতিদিন তিনশ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেব। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মোবাইলে ম্যাসেজ দিয়ে দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ জানিয়ে দেয়া হবে। একই সাথে প্রথম ডোজ টিকা দেয়াও চলমান আছে। এখন পর্যন্ত এ উপজেলার ১৪ হাজার ২০০ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন