করোনায় আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফসার আলী (৬৫) নামের এক ব্যক্তি বুধবার মারা গেছেন। তিনি বগুড়া সদরের লতিফপুর কলোনীর বাসিন্দা। এ নিয়ে সরকারি হিসেবে বগুড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৬৬ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবারের নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২১ শতাংশ। জেলার দুটি পিসিআর ল্যাবে ৩০১টি নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছেন ৯১ জন। নতুন করে আক্রান্ত ৯১ জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ৮৩ জন।
অপরদিকে শিবগঞ্জ, শেরপুর ও ধুনটে ২ জন করে এবং শাজাহানপুর ও কাহালু উপজেলায় ১ জন করে। ৩০১টি নমুনার ফলাফলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৮৭ টি নমুনায় ৮৬ জনের পজিটিভ। আর টিএমএএস মেডিকেলে ১৪টি নমুনায় ৫ জন পজিটিভ হয়। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭২৮ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৬৮০ জনে দাঁড়িয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন