রাঙামাটিতে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা দান কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ৯টায় রাঙামাটি সদর হাসপাতালে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার টিকা নিয়ে এ কর্মসূচি শুরু করেন।
এরপর টিকা গ্রহণ করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ।
এসময় রাঙামাটি সিভিল সার্জন ড. বিপাশ খীসা বলেন, প্রথম ধাপের করোনা টিকা কার্যক্রম এখনো চলমান রয়েছে। এখনো যারা প্রথম টিকা নেয়নি। তাদের টিকা দেওয়া হচ্ছে। রাঙামাটি জেলায় ৩০ হাজার ৭৯৩ জনকে এ পর্যন্ত প্রথম ধাপের টিকা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপের টিকা কার্যক্রমও শুরু হয়েছে। তবে যাদের ২ মাস হয়েছে প্রথম টিকার নেওয়ার পর তাদেরও দ্বিতীয় টিকা দেওয়া হচ্ছে। রাঙামাটি জেলায় ৩২টি টিকা প্রদান কেন্দ্র খুলা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ টিকা প্রদান কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/আবু জাফর