চট্টগ্রামেও করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৪ উপজেলা ও মহানগরের ১৫টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রমও চালু থাকবে বলে জানা গেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ইতোমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৯ হাজার ৪৫৩ জন। টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ লাখ ২০ হাজার ১১৩ জন।
সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. আসিফ খান জানান, এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। তবে এসএমএস না পেলেও প্রথম ডোজ গ্রহণের তারিখ থেকে দুই মাস পরের তারিখে দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর