১৫ এপ্রিল, ২০২১ ১২:২৫

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের কোভিট-১৯ বিভাগের মুখপাত্র আব্দুর রহিম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা হলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহাম্মেদুর রহমান (৭৫)। তিনি শাজাহানপুর উপজেলার আমরুল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। তবে তিনি বর্তমানে শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিলেন। 

বীর মুক্তিযোদ্ধা আহাম্মেদুর রহমানের স্ত্রী আফরোজা বুলবুল জানান, তিনি ব্যাংক কর্মকর্তা হিসেবে ২০০৭ সালে অবসরে যান। গত ৭ এপ্রিল দুপুরে করোনা উপসর্গ নিয়ে তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় নেগেটিভ আসলেও সিটি স্ক্যান রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পরে তিনি গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মারা যান। 

হাসপাতালের কোভিট-১৯ বিভাগের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

সর্বশেষ খবর